ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিপিসিকে ‘দুর্বল’ ব্যাংকে আমানত না রাখার নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৯ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৯
বিপিসিকে ‘দুর্বল’ ব্যাংকে আমানত না রাখার নির্দেশ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)

ঢাকা: দেশের দুর্বল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আমানত না রাখতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও পেট্রোবাংলাকে নির্দেশ দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা পাওয়ার পর বিপিসি ও পেট্রোবাংলাকে চিঠি দেওয়া হয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, দুর্বল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আমানত না রাখতে আমরা বিপিসি ও পেট্রোবাংলাকে নির্দেশ দিয়েছি। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে নির্দেশনা পাওয়ার পর এ চিঠি ইস্যু করা হয়।

রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অপরিশোধিত-পরিশোধিত জ্বালানি তেল ও লুব্রিকেন্ট আমদানি, অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধন, জ্বালানি তেল, লুব্রিকেন্টসহ অন্য পেট্রোলিয়াম জাতীয় পণ্য বিতরণ ও বিপণন করে থাকে। বিপিসি বছরে ৬৬ হাজার কোটি টাকার ছয় মিলিয়ন টন জ্বালানি তেল আমদানি করে দেশের চাহিদা পূরণ করে থাকে।

পেট্রোলিয়াম পণ্য আমদানিকারক প্রতিষ্ঠানটি চলতি বছর ইসলামিক ট্রেড অ্যান্ড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) কাছ থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। তারা সাধারণত বিভিন্ন ব্যাংকে আমানত রেখে তহবিল বৃদ্ধি করে জ্বালানি তেল আমদানি করে থাকে।

বিপিসির এক কর্মকর্তা বলেন, ক্যামেলস রেটিং অনুযায়ী দুর্বল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আমানত না রাখতে আমরা ইতোমধ্যে বিপিসি ও পেট্রোবাংলাকে নির্দেশনা দিয়েছি। বিপিসি শিগগিরই খোঁজ-খবর নেবে কোন ব্যাংকের আর্থিক অবস্থা ভালো বা খারাপ, কোন কোন ব্যাংক ঝুঁকি ব্যবস্থাপনা পরিপালন করে।

তিনি বলেন, তিন মাস মেয়াদী আমানত রাখার পরে কোনো ভালো বা মন্দ ব্যাংক আমানত ফেরত দিতে পারে না, এটাই বাস্তবতা।

বিপিসির অধিকাংশ আমানত সরকারি মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকে রাখা হয়। তবে, আকর্ষণীয় মুনাফার জন্য কিছু আমানত অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানেও রাখা হয়।

সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের অব্যবহৃত আমানত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর আকর্ষণীয় মুনাফার অফারে জমা রাখে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিপিসি ও পেট্রোবাংলা মুনাফার জন্য আমানত রাখে না। সঠিক বিনিয়োগ ও কর্মসংস্থান নিশ্চিত করেই তাদের লক্ষ্য।

চিঠিতে বলা হয়েছে, দুর্বল রেটিংয়ের ব্যাংকে আমানত রাখলে তা ঝুঁকির মধ্যে পড়বে। তাই বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় দুর্বল রেটিংয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আমানত রাখতে নিষেধ করছে।

সূত্রমতে, পদ্মা ব্যাংকসহ আরও বেশ কয়েকটি ব্যাংক মূলধন সঙ্কটে রয়েছে। মূলধন সঙ্কটে থাকা ১০টি ব্যাংকের মোট ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৮৮ কোটি টাকা। অপরদিকে, ১০টির মতো নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান তারল্য সঙ্কটে ভুগছে। একারণে ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে আমানত রাখার বিষয়ে সরকার তাদের প্রতিষ্ঠানগুলোকে সচেতন করছে।   

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
এসই/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।