ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গাবতলীতে বেড়েছে ছাগলের পাইকারি বেচাকেনা, জমেনি খুচরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৯
গাবতলীতে বেড়েছে ছাগলের পাইকারি বেচাকেনা, জমেনি খুচরা গাবতলীর পশুর হাট, ছবি: জিএম মুজিবুর

গাবতলী থেকে: পবিত্র ঈদুল-আজহা ঘনিয়ে এলেও এখনও পুরোদমে বেচাকেনা শুরু হয়নি রাজধানীর গাবতলীর পশুর হাটে। টুকটাক বেচাকেনা শুরু হয়েছে, সেটাও আবার ব্যাপারীদের মধ্যে সীমাবদ্ধ। খুচরা ক্রেতাদের আনাগোনা এখন নেই বললেই চলে।

শুক্রবার (০৯ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলীতে এ চিত্র দেখা গেছে।

গাবতলী হাটে কথা হয় ছাগল ব্যাপারী মো. নুর আলমের সঙ্গে।

তিনি বাংলানিউজকে বলেন, এখনও পুরোদমে ছাগল বেচাকেনা শুরু হয়নি। আজকে দু’টি ছাগল বিক্রি করছি। ঈদ ঘনিয়ে এলেও খুচরা বেচাকেনা বাড়েনি। এখন বেশির ভাগ পাইকারি বেচাকেনা হচ্ছে। আমি এখন পর্যন্ত ২৫০টি ছাগল আনেছি। আরও ১৫০টি আনবো।

তিনি আরও বলেন, আমার বেশিরভাগ ছাগল কুষ্টিয়ার। আমার এখানে সাত হাজার থেকে শুরু করে ৮০ হাজার টাকা দামের ছাগল আছে। বৃহস্পতিবার (০৮ আগস্ট) ৮০ হাজার টাকায় একটি ছাগল বিক্রি করেছি। গরুর দামে বেশি হলে, ছাগলের বিক্রি বেড়ে যায়।

ছাগল ব্যাপারী মো. গণি বলেন, আমি এবার ১৫০টি ছাগল আনছি। পাইকারি বিক্রি করে ৮০টি। কোরবানির ঈদ উপলক্ষে খুচরা ছাগল বিক্রি হচ্ছে কম। ঘন্টায় দু-একটি করে বিক্রি হচ্ছে। গত দু’দিনে মাত্র ২০টি বিক্রি করেছি।  

ছাগল ক্রেতা মো. মনোয়ার বলেন, দুইটা ছাগলের দাম ২৮ হাজার টাকা বলেছি। তাও দিচ্ছেন না ব্যাপারী। দাম হাঁকাচ্ছেন ৩২ ও ২৪ হাজার টাকা। অন্য জায়গা থেকে কিনতে হবে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
এমএমআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।