ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নির্ধারিত সময়-দামে কাঁচা চামড়া কেনার ঘোষণা বিটিএ'র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
নির্ধারিত সময়-দামে কাঁচা চামড়া কেনার ঘোষণা বিটিএ'র

ঢাকা: বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) শিগগিরই নির্ধারিত দামে কাঁচা চামড়া ক্রয় শুরু করবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বুধবার (১৪ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধের প্রেক্ষিতে চলমান পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন  (বিটিএ) অবিলম্বে কাঁচা চামড়া ক্রয় শুরু করার সিদ্ধান্ত ঘোষণা করেছে।

 

বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে কাঁচা চামড়া নিয়ে চলমান পরিস্থিতি পর্যালোচনা করেছে। আলোচনার পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনকে আগের নির্ধারিত সময় অর্থাৎ ২০ আগস্টের আগেই জরুরি ভিত্তিতে কাঁচা চামড়া ক্রয় করার অনুরোধ জানায়। বাণিজ্য মন্ত্রণালয় অনুরোধ জানানোর পর অ্যাসোশিয়ন এ সিদ্ধান্ত নেয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কাঁচা চামড়ার গুনাগুন যাতে নষ্ট না হয়, সেজন্য স্থানীয়ভাবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে চামড়া সংরক্ষণের জন্য ব্যবসায়ী এবং সংরক্ষণকারীদের প্রতি আগেই অনুরোধ জানানো হয়েছে। এ জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারদের অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০১০২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯ 
জিসিজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।