ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

লক্ষ্মীপুরে বেড়েই চলছে সবজির দাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
লক্ষ্মীপুরে বেড়েই চলছে সবজির দাম সবজির দোকান। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে শাক-সবজির দাম বেড়েই চলছে। দফায় দফায় বাড়ছে দাম। নিম্নআয়ের লোকজন শাক-সবজি কিনতে হিমশিম খাচ্ছে। গত সপ্তাহের তুলনায় প্রতিটি সবজির দাম বেড়েছে ১০ থেকে ৪০ টাকা। আমদামি কম ও বৃষ্টিতে‍ ক্ষেতের ফসল নষ্ট হওয়া ও গাছ মরে যাওয়াকে দায়ী করছেন ব্যবসায়ীরা।

তবে, ক্রেতাদের অভিযোগ সুযোগ পেলেই দাম বাড়ায় ব্যবসায়ীরা। দুই টাকা বাড়লে ১০ টাকা বাড়ায়, ১০ টাকা বাড়লে ৩০ টাকা বাড়ায়।

শনিবার (১৭ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর শহরের প্রধান সবজির হাট ঘুরে দেখা গেছে, প্রতিকেজি টমেটোর দাম ২শ টাকা। গত সপ্তাহে ছিল ১২০ টাকায়। প্রতিকেজি গাজর ১শ টাকা, বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকায়, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৫০ টাকায়। লাউ ৫০ থেকে ৭০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, গত সপ্তাহে ছিল ৩০ টাকা। কাঁচামরিচ ১৪০ টাকা। শসা ৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ৭০ টাকা। করলা ৫০ টাকা থেকে ৬০ টাকা। জালি কুমড়ার কেজি ৩০টাকা থেকে ৪০ টাকা, ঢেঁড়শ ৪০ টাকা থেকে ৬০ টাকা, ধুন্দল (তরি) ৫০ টাকা, পটল ৫০ টাকা, কাঁকরোল ৫০ টাকা, চিচিঙ্গা ৫০টাকায় বিক্রি করা হচ্ছে।

গত দু’সপ্তাহে এসব সবজির দাম কয়েক দফায় বেড়েছে। এছাড়াও কলমিশাক, পাটশাক, পুঁইশাকের দামও আঁটি প্রতি বেড়েছে ৫ থেকে ১০ টাকা। ১০ টাকা করে বেড়েছে কচুরছড়া, কাঁচা পেঁপের দাম।

ব্যবসায়ীরা বলছেন, স্থানীয় কৃষকদের  শাক-সবজির উৎপাদন নেই। বর্ষা মৌসুমে শাক-সবজির দাম বেড়ে যায়। এছাড়া টানা বৃষ্টির কারণে শাক-সবজি নষ্ট হয়েছে, গাছও মরেছে। অন্য জেলা থেকে সরবরাহের কারণে দাম বেশি।

ক্রেতাদের অভিযোগ বিভিন্ন অজুহাতে সিন্ডিকেট করে বাজারে সবজি দাম বাড়ায় ব্যবসায়ীরা। বাজারে ৪০থেকে ৫০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যায় না। শাক-সবজিও এখন নিম্নআয়ের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নেই।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
এসআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।