ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মারকোসুর জোটভুক্ত দেশ সফরে বাণিজ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
মারকোসুর জোটভুক্ত দেশ সফরে বাণিজ্যমন্ত্রী বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

ঢাকা: লাতিন আমেরিকার বাণিজ্যিক জোট মারকোসুরভুক্ত দেশগুলোর সঙ্গে বাণিজ্য বাড়াতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এখন দক্ষিণ আমেরিকায়। মুক্তবাণিজ্য অর্থনীতির জন্য মারকোসুর সঙ্গে আলোচনা করতে বাণিজ্যমন্ত্রী ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে শনিবার (১৭ আগস্ট) ঢাকা ত্যাগ করেছেন। 

রোববার (১৮ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মারকোসুর জোট সদস্য দেশগুলো হলো ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়ে।

এখানে প্রায় ৩০ কোটি ক্রেতা রয়েছে এবং চার ট্রিলিয়ন মার্কিন ডলার জিডিপির এ অঞ্চলে বাংলাদেশি পণ্য রপ্তানির বিশাল সম্ভাবনা রয়েছে। কিন্তু সেখানে রপ্তানির পরিমাণ খুবই সামান্য।

এ অঞ্চলে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের প্রচুর চাহিদা রয়েছে, তবে সেখানে উচ্চ শুল্কহার অর্থাৎ প্রায় ১৪ শতাংশ, সে কারণে প্রত্যাশিত রপ্তানি করা হচ্ছে না। মুক্তবাণিজ্য চুক্তি বা ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে উক্ত শুল্কহার হ্রাস বা শূন্য করা সম্ভব হলে ওই অঞ্চলে বাংলাদেশি পণ্যের রপ্তানি উল্লেখযোগ্য হারে বাড়বে।

আগামী ২৫ আগস্ট বাণিজ্যমন্ত্রী দেশে ফিরবেন বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৯
জিসিজি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।