ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রবাসীদের বন্ডে বিনিয়োগে আইনি বাধা নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
প্রবাসীদের বন্ডে বিনিয়োগে আইনি বাধা নেই

ঢাকা: প্রবাসীদের জন্য চালু করা বিভিন্ন বন্ডে বিনিয়োগ নীতিমালা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, এখন থেকে বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক অর্থাৎ প্রবাসী সব রেমিট্যান্স আহরণকারী ও প্রেরণকারী চাকরিজীবী কিংবা ব্যবসায়ী নির্বিশেষে তাদের উপার্জিত অর্থের বিপরীতে যে কোনো ধরনের বন্ডে বিনিয়োগ করতে পারবেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক চিঠির পরিপ্রেক্ষিতে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, প্রবাসী ব্যবসায়ীরা কিংবা প্রবাসে অবস্থানরত অন্য কোনো পেশাজীবী তাদের উপার্জিত অর্থের মাধ্যমে বাংলাদেশে ওয়েজ আর্নার ডেভলপমেন্ট বন্ডে বিনিয়োগ করতে আইনগত কোনো বাধা নেই।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৯
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।