ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিঙ্গাপুরের ব্যবসায়ীদের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
সিঙ্গাপুরের ব্যবসায়ীদের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান

ঢাকা: সিঙ্গাপুরের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি অনুবিভাগের অতিরিক্ত সচিব তপন কান্তি ঘোষ।

সোমবার (২৬ আগস্ট) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশে সফররত সিঙ্গাপুরের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়ের সময় এ আহ্বান জানান তিনি।  

সভাটি সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলেও মনে করেন সচিব তপন কান্তি ঘোষ।

সিঙ্গাপুরের ১৮ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিজনেস ফেডারেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর সুওয়েই চেই। সভায় বাণিজ্য বৃদ্ধি সংক্রান্ত বিষয়াদি পর্যালোচনা করা হয়।  

সভায় অতিরিক্ত সচিব বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকাণ্ড, আমদানি/রপ্তানির জন্য সনদ গ্রহণ প্রক্রিয়া, কোম্পানি গঠনের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়ার ডিজিটালাইজেশন, বিনিয়োগের জন্য ওয়ান স্টপ সার্ভিসসহ বাংলাদেশে বিনিয়োগের সুবিধাগুলো সবিস্তারে তুলে ধরেন।

সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর সুওয়েই চেই বলেন, সিঙ্গাপুরের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের জন্য আগ্রহী। তবে বিনিয়োগ পরবর্তী সময়ে তাদের পণ্য বিদেশে রপ্তানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব সহযোগিতা দেওয়ার জন্য অনুরোধ জানান তিনি।

সভায় বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন র্কতৃপক্ষ, রপ্তানি উন্নয়ন ব্যুরো, ডব্লিউটিও সেলের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। শুরুতে রপ্তানি উইংয়ের যুগ্মসচিব আবদুর রহিম খান বাংলাদেশের বিনিয়োগ ও ব্যবসা পরিবেশ সম্পর্কিত বিভিন্ন তথ্য ও উপাত্ত প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯ 
জিসিজি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।