ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিনিয়োগক্ষেত্রে চীনের জন্য সব দরজা খোলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
বিনিয়োগক্ষেত্রে চীনের জন্য সব দরজা খোলা চীন-বাংলাদেশ বিনিয়োগ সহজীকরণ বিষয়ক সেমিনারে পরিকল্পনামন্ত্রীসহ অন্য অতিথিরা

ঢাকা: বর্তমানে বাংলাদেশে চমৎকার বিনিয়োগ পরিবেশ রয়েছে। বিনিয়োগের ক্ষেত্রে চীনের জন্য বাংলাদেশের সব দরজা খোলা বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীর হোটেল ওয়েস্টিনে চীন-বাংলাদেশ বিনিয়োগ সহজীকরণ বিষয়ক সেমিনারে পরিকল্পনামন্ত্রী একথা জানান।
 
পরিকল্পনামন্ত্রী বলেন, বিনিয়োগের পরিবেশের জন্য অবকাঠামো উন্নয়ন ও গ্যাস-বিদ্যুৎ অন্যতম।

সরকার বর্তমানে এসব খাতে অনেক উন্নয়ন করেছে। ফলে চীন বাংলাদেশের ইকোনোমিক জোনে বিনিয়োগ করতে পারে। এখানেও চীনের জন্য দরজা খোলা। আমরা চীনের পাশাপাশি বিশ্বের সবার সঙ্গে সুসম্পর্ক গড়ে চলতে বদ্ধপরিকর।
 
চীন প্রসঙ্গে এমএ মান্নান বলেন, ঢাকা-বেইজিং সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে গেছেন আমাদের টিম লিডার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনের প্রেসিডেন্ট শি চিন পিং দু’দিনের সফরও করেছেন। গত তিন দশকের মধ্যে প্রথমবারের মতো চীনের কোনো প্রেসিডেন্ট ঢাকা সফর করেন। শি চিন পিংয়ের এ সফরকে ‘মাইলফলক’ হিসেবে অভিহিত করা হয়েছে। তার সফরের সময় অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার পাশাপাশি যোগাযোগ, সন্ত্রাসবাদ দমন, সামুদ্রিক অর্থনীতি ও তথ্যপ্রযুক্তির বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে। চীনের প্রেসিডেন্টের সফরে দু’দেশ ২৫টির মতো চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। সুতরাং, ঢাকা-বেইজিং সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছেছে।
 
মন্ত্রী বলেন, চীনের বিষয়ে বাংলাদেশের অবস্থান পজিটিভ। চীনের সঙ্গে আমাদের সব ক্ষেত্রে ভালো সম্পর্ক। আমরা চাই চীন আরও বেশি বিনিয়োগ করুক। বিনিয়োগের পরিবেশ আরও ভালো করতে সবকিছু করবে সরকার। আপনাদের কোনো সমস্যা থাকলে সরকারকে জানান।  
 
পরিকল্পনামন্ত্রী বলেন, আমি সততার সঙ্গে বলতে পারি, সব দেশের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক। আমাদের প্রধানমন্ত্রী পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণের সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে চলতে বদ্ধপরিকর। বিনিয়োগকারীদের সব মতামত সিরিয়াসলি গ্রহণ করছে আওয়ামী লীগ সরকার।
 
এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, এসডিজির মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
এমআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।