ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শুক্রবার ৪ ঘণ্টা সিটি ব্যাংকের এটিএম বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
শুক্রবার ৪ ঘণ্টা সিটি ব্যাংকের এটিএম বন্ধ

ঢাকা: বেসরকারি খাতের দি সিটি ব্যাংক লিমিটেডের অটোমেটেড টেলার মেশিনের (এটিএম) লেনদেন শুক্রবার (৩০ আগস্ট) চার ঘণ্টা বন্ধ থাকবে। সিস্টেম উন্নয়নকাজের জন্য লেনদেন বন্ধ রাখা হবে। 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সিটি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এ বিষয়ে সিটি ব্যাংকের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন মির্জা গোলাম ইয়াহিয়া বলেন, সিস্টেম উন্নয়নের জন্য শুক্রবার ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত অটোমেটেড টেলার মেশিনে (এটিএম) লেনদেন বন্ধ থাকবে।

গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখপ্রকাশ করছি। সকাল ৮টার পরে আবার লেনদেন ব্যবস্থা স্বাভাবিক থাকবে।  

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশে ক্যাশলেস সোসাইটি বা নগদ টাকার লেনদেন কমিয়ে আনতে ঢাকাসহ সারাদেশে সিটি ব্যাংকের ৩৪০টি এটিএম ‍বুথ রয়েছে। পয়েন্ট অব সেল মেশিন রয়েছে আরও অনেক। ব্যাংকটির প্লাস্টিক মানি নামে পরিচিত ডেবিট ও কেডিট কার্ড গ্রাহকের সংখ্যা ১১ লাখ ৫০ হাজার বেশি।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।