ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভাওয়াল মির্জাপুরে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
ভাওয়াল মির্জাপুরে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন ...

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার ( ২৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামী ব্যাংক জানায়, মঙ্গলবার (২৭ আগস্ট) গাজীপুরের ভাওয়াল মির্জাপুরে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া প্রধান অতিথি হিসেবে এ কেন্দ্র উদ্বোধন করেন।

ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা ইস্ট জোনপ্রধান মোহাম্মদ উল্লাহ্-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও গাজীপুর চৌরাস্তা শাখাপ্রধান মো. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলুল হক মুসুল্লী, ইউনিটি ফেব্রিক্স ইন্ডাস্ট্রীজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আওলাদ হোসাইন মৃধা, গাজীপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. আবু তাহের মুসুল্লী এবং বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ মো. শফিকুল ইসলাম। ব্যাংকের এজেন্ট ও মেসার্স বিপু এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধিকারী মো. শাহ আলমসহ স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৪১৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।