ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এসএএফ ও আকিজ বিড়ির ব্যবস্থাপনা পরিচালককে অভিনন্দন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৯
এসএএফ ও আকিজ বিড়ির ব্যবস্থাপনা পরিচালককে অভিনন্দন

যশোর: ২০১৬-১৭ অর্থবছরে ক্রাস্ট বা ফিনিশড চামড়া খাতে এসএএফ ইন্ডাস্ট্রিজ ‘জাতীয় রপ্তানি ট্রফি’ (স্বর্ণ) পাওয়ায় এসএএফ ও আকিজ বিড়ির ব্যবস্থাপনা পরিচালক শেখ মমিন উদ্দিনকে ফুলেল সংবর্ধনা দিয়েছেন আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা। 

রোববার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে আকিজ চেম্বারে এ সংবর্ধনা দেওয়া হয়।  

এসময় উপস্থিত ছিলেন- আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের জিএম (হিসাব) কামরুজ্জামান, জিএম (মার্কেটিং) কাজী আনোয়ার হোসেন, ব্যবস্থাপক (ক্রয়) আশরাফুল আলম পল্লব, সহ-ব্যবস্থাপক (এইচআর-অ্যাডমিন) মাইনুল ইসলাম প্রমুখ।

২০১৬-১৭ অর্থবছরে রফতানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ৬৬ প্রতিষ্ঠানকে ‘জাতীয় রফতানি ট্রফি’ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৯
ইউজি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।