ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইএইচএস প্রশিক্ষণ দিলো জেডটিই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৯
ইএইচএস প্রশিক্ষণ দিলো জেডটিই ইএইচএস প্রশিক্ষণে জেডটিই’র কর্মকর্তা-কমচারীরা।

ঢাকা: কর্মীদের কাজের পরিবেশে দুর্ঘটনা এড়াতে সচেতন থাকতে ইএইচএস প্রশিক্ষণ দিয়েছে মোবাইল ইন্টারনেটে অত্যাধুনিক টেলিযোগাযোগ, এন্টারপ্রাইজ ও কনজ্যুমার প্রযুক্তি সেবাদাতা শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রতিষ্ঠান জেডটিই। ইএইচএস’র অর্থ হলো পরিবেশ, স্বাস্থ্য ও নিরাপত্তা (এনভায়রনমেন্ট, হেলথ অ্যান্ড সেফটি)।

সম্প্রতি রাজধানীর গুলশানে জেডটিই’র করপোরেট কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেডটিই’র ব্যবস্থাপনা পরিচালক সুই ঝি পিংসহ প্রতিষ্ঠানটির স্থানীয় ও চীনা সব কর্মকর্তারা।

প্রশিক্ষণ পরিচালনা করেন জেডটিই’র ইএইচএস ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ গোলাম নাজিব।

প্রশিক্ষণে জেডটিই’র সব কর্মীকে নিরাপত্তা মুহূর্ত, ইএইচএস পলিসি, কাজের নিয়ম, সুরক্ষিত থাকার কার্যক্রমগত নিয়ম, সাধারণ নিরাপত্তা বিধি, টুলবক্স মিটিং, চিহ্ন, হাউজকিপিং, বর্জ্য ব্যবস্থাপনা, হালকা-ভারী যন্ত্রাংশ ব্যবহার, পরিদর্শন, ইআরপি ফায়ার, প্রাথমিক চিকিৎসা এবং তাপ প্রতিরোধ সম্পর্কে ধারণা দেওয়া হয়।

জেডটিই’র প্রধান নির্বাহী ভিনসেন্ট লিউ বলেন, আমরা আমাদের সব পর্যায়ের কর্মীদের কাজের পরিবেশে দুর্ঘটনা ঝুঁকির ব্যাপারে সচেতন করে তুলতে সর্বাত্মক সহায়তা করি। যাতে স্বাস্থ্য ও সুরক্ষার জন্য কোনো ব্যাপারগুলো হুমকিস্বরূপ তা তারা বুঝতে পারে। এখন থেকে নিয়মিতভাবে আমরা ইএইচএস প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করবো।

প্রতিষ্ঠানটির ইএইচএস ম্যানেজার গোলাম নাজিব বলেন, নিরাপত্তা নিয়ে এখন বিশ্বের শীর্ষস্থানীয় সব প্রতিষ্ঠানগুলো অনেক বেশি উদ্বিগ্ন। বর্তমানে কাজের পরিবেশের সঙ্গে সংশ্লিষ্ট সব দুর্ঘটনা প্রতিরোধে তারা এখন ইএইচএস প্রশিক্ষণের ওপর জোর দিচ্ছে। এইচএস প্রশিক্ষণ আমাদের কর্মক্ষেত্রে দুর্ঘটনার ঝুঁকি কমাতে সহায়তা করবে। এমনকি, আমরা প্রশিক্ষণ থেকে প্রাপ্ত শিক্ষা আমাদের বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গেও শেয়ার করতে পারবো।

জেডটিই’র ব্যবস্থাপনা পরিচালক চুই ঝি পিং বলেন, জেডটিইতে আমরা নিরাপত্তাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেই। যাতে আমাদের কর্মী, সাবকন্ট্রাক্টর ও অন্যান্য অংশীদারেরা নিরাপদে প্রতিদিন বাসায় ফিরতে পারেন।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।