ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রাইম ব্যাংক-ডাচ বাংলা প্যাকের মধ্যে চুক্তি সই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯
প্রাইম ব্যাংক-ডাচ বাংলা প্যাকের মধ্যে চুক্তি সই

ঢাকা: প্রাইম ব্যাংক ও ডাচ-বাংলা প্যাক লিমিটেডের মধ্যে ‘প্রাইম পেরোল’ চুক্তি সই হয়েছে।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রাইম ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাইম ব্যাংকের কমার্শিয়াল ব্যাংকিং ডিভিশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) সৈয়দ মো. নাজমুল হক এবং ডাচ-বাংলা প্যাক লিমিটেডের পরিচালক আবুল হাসনাত খানের উপস্থিতিতে ব্যাংকের কনজিউমার সেলস অ্যান্ড কালেকশন বিভাগের প্রধান মামুর আহমেদ এবং ডাচ-বাংলা প্যাকের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুমিত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই ও হস্তান্তর করেন।

 

এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে ডাচ-বাংলা প্যাক লিমিটেডের কর্মকর্তা ও কর্মচারীরা প্রাইম ব্যাংকের বিশেষ সেবা ও সুবিধা পাবেন।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।