ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

না’গঞ্জে দারাজের ‘ফ্যানমিট’ আয়োজন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯
না’গঞ্জে দারাজের ‘ফ্যানমিট’ আয়োজন ‘ফ্যানমিট’ আয়োজন, ছবি: সংগৃহীত

ঢাকা: এবার নারায়ণগঞ্জে ‘ফ্যানমিট’ আয়োজন করেছে দেশের সবচেয়ে বড় অনলাইন শপ দারাজ বাংলাদেশ (Daraz.com.bd)। ই-কমার্স গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে নারায়ণগঞ্জে প্রথমবারের মতো এ ‘ফ্যানমিট’র আয়োজন করা হয়।

সম্প্রতি নারায়াণগঞ্জের স্থানীয় একটি রেস্তোরাঁয় এ ‘ফ্যানমিট’ অনুষ্ঠিত হয়। এসময় যেখানে দারাজের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দারাজ বাংলাদেশের হেড অব ট্রাফিক অপারেশন বারিষ খন্দকার ও অন্যান্য কর্মকর্তারা।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ‘ফ্যানমিট’ মাধ্যমে দারাজের ক্রেতারা সরাসরি কথা বলতে পারবেন দারাজের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে।  

অনুষ্ঠিত ফ্যানমিটে আন্তরিক আলোচনার মাধ্যমে উঠে আসে দারাজ ক্রেতাদের বিভিন্ন জিজ্ঞাসা, মতামত, তাদের অভিজ্ঞতা ও সমস্যার সমাধান। এখানে আলোচনা হয় দারাজের ডেলিভারি, পণ্যের গুণগত মান, রিটার্ন ও রিফান্ড পলিসি ইত্যাদি।

এ ‘ফ্যানমিট’র উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশের আপামর জনসাধারণের মনে ই-কমার্সের প্রতি আগ্রহ ও বিশ্বাস আরও সুদৃঢ় হবে। সামগ্রিকভাবে এ উদ্যোগ বাংলাদেশের ই-কমার্সকে আরও বিকশিত করবে বলে আশাবাদী উচ্চারণ করা হয় দারাজের এ আয়োজনের মাধ্যমে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।