ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

১০ হাজার অ্যাজেন্ট নিয়োগ দেবে ডেল্টা লাইফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯
১০ হাজার অ্যাজেন্ট নিয়োগ দেবে ডেল্টা লাইফ

ঢাকা: দেশজুড়ে ১০ হাজারের বেশি অ্যাজেন্ট নিয়োগ ও তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবে ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড। 

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) খুলনা মহানগরীতে আয়োজিত সংবাদ সম্মেলনে ডেল্টা লাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা আদিবা রহমান একথা জানান। গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে ডেল্টা লাইফের আদিবা রহমান বলেন, বিমা খাতে অ্যাজেন্টরাই একটি প্রতিষ্ঠানের প্রাণ। ভালো অ্যাজেন্ট যেমন বিমা সেবার প্রসারে সবচেয়ে অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম, তেমনি অ্যাজেন্টের অভাবে এর প্রসার স্তিমিত হয়ে যেতে পারে। পেশা হিসেবে বিমা অ্যাজেন্টদের রয়েছে অপার সম্ভাবনা।  

‘দেশের বেকারত্ব সংকট নিরসনেও অগ্রণী ভূমিকা রাখতে পারে বিমা খাত। দেশের শীর্ষস্থানীয় বিমা প্রতিষ্ঠান হিসেবে এই খাতে দক্ষ জনবল এবং তরুণদের কর্মসংস্থান তৈরিতে অগ্রণী ভূমিকা রাখার প্রয়াসেই ১০ হাজারের বেশি বিমা অ্যাজেন্ট তৈরির লক্ষ্যে কাজ করবে ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড। ’

তিনি বলেন, অ্যাজেন্ট নিয়োগ দেওয়ার ক্ষেত্রে অনভিজ্ঞ মেধাবী তরুণদের অগ্রাধিকার দেবে ডেল্টা লাইফ। প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে বিমা খাতে দক্ষ জনশক্তি তৈরির প্রয়াসে এই পদক্ষেপ নিতে চলেছে কোম্পানিটি।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
এসএমএকে/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।