ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২০২০ সালে দেশের মাথাপিছু আয় হবে ভারতের সমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৯
২০২০ সালে দেশের মাথাপিছু আয় হবে ভারতের সমান বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

ঢাকা: ২০২০ সালে বাংলাদেশের মাথাপিছু আয় ভারতের সমান হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ভারতের পত্রিকা বিজনেস স্ট্যান্ডার্ড লিখেছে ২০২০ সালের মধ্যে বাংলাদেশের মাথাপিছু আয় হবে ভারতের সমান। 

বুধবার (৪ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলনকক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংক্রান্ত প্রস্তাবের  নীতিগত অনুমোদন দেওয়া হয়।

অর্থমন্ত্রী বলেন, একটি দেশের অর্থনীতি কতটা শক্তিশালী তার ওপর নির্ভর করে টাকার মান ওঠা-নামা করে।

সেখানে আমরা ভালো অবস্থানে আছি। তবু বিনিয়োগ হচ্ছে কম। আমাদের পুঁজিবাজারেও বিনিয়োগ নেই।  

তিনি বলেন, গত ১০ বছরে আমাদের এক মিনিটের জন্য অর্থনীতি পেছায়নি। মূল্যস্ফীতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের বাজেট অনেক বেশি থাকে। সব টাকা সরকারের হাত থেকে যাচ্ছে। তবে কোনটা অগ্রণী কোনটা রূপালী ব্যাংক থেকে যাবে সেটা ভিন্ন বিষয়। আমরা বর্তমানে জিডিপি প্রবৃদ্ধিতে সবার ওপরে আছি।  

চলতি অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ১ হাজার ৯০৯ ডলার। গত অর্থবছরে মাথাপিছু আয় ছিল ১ হাজার ৭৫১ ডলার।

তিনি বলেন, ব্যাংকগুলোর যে ডিপোজিট রয়েছে তা চলমান থাকবে। ডিপজিটের মেয়াদ পূর্ণ হলে তখন তাদের ব্যয়ের জন্য টাকা রেখে অলস টাকা রাষ্ট্রীয় কোষাগারে নেওয়া হবে।  

ব্যাংকগুলোতে তারল্য সংকট দেখা দেবে কিনা জানতে চাইলে মুস্তফা কামাল বলেন, অর্থ মন্ত্রণালয়ের কোনো ব্যাংক নেই, অফিসে সুটকেসও নেই। টাকা এনে কোথায় রাখবো। কোনো ব্যাংক থেকে টাকা নেওয়া হবে না, ফলে কোনো ব্যাংকের তারল্য সংকট হবে না।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯ 
জিসিজি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।