ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

স্বীকৃতি পেলো তানভীর পেপার মিলস

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৯
স্বীকৃতি পেলো তানভীর পেপার মিলস

ঢাকা: লাইনার, মিডিয়াম ও ক্রাফ্ট পেপারের এফএসসি রিসাইকেলড সার্টিফায়েড প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে তানভীর পেপার মিলস লিমিটেড।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ আগস্ট মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ সার্টিফিকেট (এফএসসি-সিওসি-০০৬৭৪৯, ট্রেডমার্ক লাইসেন্স কোড: এফএসসি-সি-১৪৮২৬১) হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই সার্টিফিকেটের মেয়াদকাল ২০১৯ সালের ৩০ এপ্রিল থেকে ২০২৪ সালের ২৯ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।

অনুষ্ঠানে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক তানজিমা মোস্তফা, হেড অব বিজনেস হাসান মুরাদ চৌধুরী, তানভীর পেপার মিলসের জেনারেল ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড সেলস) ইয়ারুল ইসলাম, গ্রীনসার্টের হেড অব সার্টিফিকেশন কেএম ময়নুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের হেড অব বিজনেস হাসান মুরাদ চৌধুরী গ্রীনসার্টের কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।