ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিটি ব্যাংকের সঙ্গে প্যাসিফিক জিন্স গ্রুপের চুক্তি সই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
সিটি ব্যাংকের সঙ্গে প্যাসিফিক জিন্স গ্রুপের চুক্তি সই

ঢাকা: বেসরকারি খাতের সিটি ব্যাংক লিমিটেডের সঙ্গে প্যাসিফিক জিন্স গ্রুপের সহ-প্রতিষ্ঠান প্যাসিফিক ক্যাসুয়ালস লিমিটেডের কৌশলগত একটি চুক্তি সই হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) সিটি ব্যাংকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি চট্টগ্রামের সিইপিজেডে (চট্টগ্রম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল) অবস্থিত প্যাসিফিক জিন্সের করপোরেট দফতরে এ চুক্তি সই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এ চুক্তির মুখ্য উদ্দেশ্য হলো এমপ্লয়মেন্ট ব্যাংকিং সুবিধার ক্ষেত্র তৈরি করা।

এসময় উপস্থিত ছিলেন প্যাসিফিক জিন্সের ম্যানেজিং ডিরেক্টর নাসির উদ্দিন, ডিরেক্টর সৈয়দ ম তানভীর, সিটি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) মাহবুবুর রহমান, হেড অফ রিটেইল ব্যাংকিং মোহাম্মদ অরূপ হায়দার, হেড অফ ব্রাঞ্চ ব্যাংকিং শফিউল আমিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊচ্চপদস্থ কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।