ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০১৯ পেলো আকিজ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০১৯ পেলো আকিজ ‘বাংলাদেশ বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০১৯’ গ্রহণ করছে আকিজ গ্রুপ। ছবি: সংগৃহীত

ঢাকা: এ বছর আকিজ গ্রুপ অর্জন করেছে ‘বাংলাদেশ বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০১৯’ এবং ‘ড্রিম কোম্পানিজ টু ওর্য়াক ফর’ পুরস্কার।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) আকিজ গ্রুপ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ সেপ্টেম্বর রোববার রাজধানীর একটি হোটেলে ওয়ার্ল্ড এইচ আরডি কংগ্রেস আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আকিজ গ্রুপকে এ পদকে ভূষিত করা হয়।

‘বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পুরস্কার। যা ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস এশিয়া অঞ্চলের প্রতিষ্ঠানগুলোর মানবসম্পদ ব্যবস্থাপনা এবং অনুকূল কর্মপরিবেশের জন্য দিয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।