ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পেয়াঁজ রপ্তানিতে ন্যাফেড ভ্যালু বাড়িয়েছে ভারত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
পেয়াঁজ রপ্তানিতে ন্যাফেড ভ্যালু বাড়িয়েছে ভারত

দিনাজপুর: ভারতে উৎপাদন বেড়ে যাওয়ায় সেদেশের সরকার বাংলাদেশে পেয়াঁজ রপ্তানিতে এলসি ভ্যালু বাড়িয়ে ৮৫২ মার্কিন ডলার নির্ধারণ করেছে। এর আগে পেয়াঁজ রপ্তানিতে ন্যাফেড ভ্যালু না থাকায় বাংলাদেশের আমদানিকারকরা ইচ্ছেমতো পেয়াঁজ আমদানি করতে পারতো।

তবে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভারতের মূল্য নির্ধারণ সংস্থা এ মূল্য নির্ধারণের পর থেকে বাংলাদেশের আমদানিকারকরা আর ইচ্ছেমতো পেয়াঁজ আমদানি করতে পারবে না।

হিলি স্থলবন্দরের পেয়াঁজ আমদানিকারক সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, ভারতের পেঁয়াজ রপ্তানিকারকরা তাদের জানিয়েছে সেদেশের সরকার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে প্রতি মেট্রিক টন ৮৫২ মার্কিন ডলার নির্ধারণ করেছে।

আর এ কারণে কম মূল্যে করা এলসিতে তারা পেঁয়াজ রপ্তানি করবে না। এতে করে হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে।

ব্যবসায়ীরা আরো জানান, আগে কম মূল্যে করা এলসিগুলো আবার রিভিউ করে রোববার (১৫ সেপ্টেম্বর) থেকে আমদানি আবারো পেঁয়াজ আমদানি শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।