ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিটি ব্যাংক-ইউল্যাবের মধ্যে চুক্তি স্বাক্ষর

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
সিটি ব্যাংক-ইউল্যাবের মধ্যে চুক্তি স্বাক্ষর

ঢাকা: সিটি ব্যাংক ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। 

এ চুক্তি অনুসারে এখন থেকে ইউল্যাবের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.ulab.edu.bd) যেকোনো আমেরিকান এক্সপ্রেস/ভিসা/মাস্টারকার্ড ব্যবহার করে নিজ নিজ টিউশন ফিস জমা দিতে পারবেন।

সম্প্রতি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

ইউল্যাবের রেজিস্ট্রার প্রফেসর আখতার আহমেদ ও সিটি ব্যাংকের হেড অব কার্ডস মাসুদুল হক ভূঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর করেন।  

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউল্যাবের অতিরিক্ত পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) নিখিল সি ভট্টাচার্য, সিটি ব্যাংকের হেড অব মার্চেন্ট অ্যান্ড ই-কমার্স বিজনেস আরিফুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।