ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঢাকা ওয়াসা বিল কালেকশন অ্যাওয়ার্ড পেল প্রিমিয়ার ব্যাংক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
ঢাকা ওয়াসা বিল কালেকশন অ্যাওয়ার্ড পেল প্রিমিয়ার ব্যাংক

ঢাকা: ঢাকা ওয়াসার বিল সংগ্রহ করা ৩৩টি ব্যাংকের মধ্যে ২০১৮-১৯ অর্থবছরে তৃতীয় স্থান অধিকার করেছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘ঢাকা ওয়াসা বিল কালেকশন অ্যাওয়ার্ড’ শীর্ষক অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংককে অ্যাওয়ার্ড দেওয়া হয়।  

অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামের কাছ থেকে পুরস্কারের সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন প্রিমিয়ার ব্যাংকের এমডি ও সিইও এম রিয়াজুল করিম।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার তাকসিম এ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব হেলাল উদ্দিন আহমেদ।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।