ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘তামাক নিয়ে ঝুঁকি নিতে পারছি না, কম্প্রোমাইজ করছি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
‘তামাক নিয়ে ঝুঁকি নিতে পারছি না, কম্প্রোমাইজ করছি’ মতবিনিময় সভা, ছবি: জিএম মুজিবুর

ঢাকা: তামাক কোম্পানিকে নিয়ে অনেকেই অনেক কথা বলছেন, আমরা শুনছি। তবে, তামাক ক্ষতিকর এতে সবাই একমত। কিন্তু একবারেই বড় ঝুঁকি (তামাক নিয়ন্ত্রণ) নিতে পারছি না, কারণ সেখান থেকে বড় রাজস্ব আসে। অনেকের সঙ্গেই কম্প্রোমাইজ করে চলতে হয়। কম্প্রোমাইজ করেই দেশকে এগিয়ে নিতে চাই।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) আয়োজিত ‘জাতীয় আয়কর দিবস ২০১৯: কর ন্যায্যতা পরিবীক্ষণ প্রতিবেদন’ শীর্ষক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

এম এ মান্নান বলেন, আমাদের প্রবৃদ্ধি নিয়ে দেশের মধ্যে অনেকেই প্রশ্ন তোলেন।

আবার ট্যাক্সের টাকা কোথায় যায় এটা নিয়েও প্রশ্ন আসে। আমারও প্রশ্ন থাকে এ নিয়ে, আবার দেখি আমাদের গড় আয়ু ৭২ বছর, এটা কোথায় থেকে এলো, ঘরে ঘরে বিদ্যুৎ কোথায় থেকে আসে, এতো সব সাক্ষরতার হার কোথায় থেকে এলো। এসব অবদান ট্যাক্সের, এ টাকা দিয়েই তো আমরা সুন্দর দেশ গড়তে চলেছি, এসব উন্নয় সম্ভব হচ্ছে। তবে এটা বলতে পারেন উন্নয়নের সঙ্গে কিছুটা বৈষম্য বেড়েছে। দেশে ধনী-দরিদ্রের বৈষম্য কমাতে কাজ অব্যাহত আছে।

তিনি বলেন, দেশের মধ্যে তামাক কোম্পানি নিয়ে অনেক কথা বলছেন, এটা ক্ষতিকর এ নিয়ে কারও আপত্তি থাকার কথা নয়। তবে আমরা তামাক নিয়ন্ত্রণের জন্য কাজ করছি। কিন্তু একবারে বড় ঝুঁকি (নিয়ন্ত্রণ করতে) নিতে পারছি না। কারণ সেখান থেকে বড় রাজস্ব আসে। আমরা ন্যায্যতার পক্ষে কাজ করছি, সামাজিক সুরক্ষায় জোর দেওয়া হয়েছে। আমরা ইতিবাচক দিকে যাচ্ছি, আশা করি আপনারা পরিবর্তন দেখতে পাবেন।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ড. আবদুল মজিদ বলেন, আমাদের করনেট আরও বাড়াতে হবে। আমাদের পরোক্ষ কর যা আসার কথা সেটা আসছে, তবে প্রত্যক্ষ কর একেবারেই আসছে না। এ জন্য উৎসাহ দেওয়ার প্রয়োজন আছে। বিশ্বের অন্য সব দেশের মতো আমাদের কর ন্যায়পাল ছিলো। কিন্তু ২০১১ সালে সেটা বন্ধ করা হয়েছে। এটা থাকলে হয়তো কর দেওয়ার আস্থার পরিবেশ আরও আসতো। তবে ভালো কর আদায়ে সংস্কার প্রয়োজন, যেটা শুধু কাগজে পরিবর্তন না, নিজের মানুষিকতার পরিবর্তনও প্রয়োজন।

সুপ্রর চেয়ারপারসন আব্দুল আউয়ালের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন অর্থনীতিবিদ এম এম আকাশ, সাংবাদিক আবদুল কাইয়ুম, অক্সফামের পলিসি ও অ্যাডভোকেসি-কমিউনিকেশন ম্যানেজার এম এম মনজুর রশীদ প্রমুখ।

বাংলাদেশ সময: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
ইএআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।