ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পাবনায় কিংব্র্যান্ড সিমেন্টের রাজসভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
পাবনায় কিংব্র্যান্ড সিমেন্টের রাজসভা রাজসভা। ছবি: বাংলানিউজ

পাবনা: ‘স্বপ্ন নির্মাণে সঠিক সিমেন্ট’এ স্লোগানকে সামনে নিয়ে পাবনায় কিংব্র্যান্ড সিমেন্টের রাজসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টে এ রাজসভার অনুষ্ঠিত হয়। রাজসভায় উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলার শতাধিক নির্মাণ শ্রমিক, ডিলার ও রিটেইলারা।

পাবনা সদর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিংব্র্যান্ড সিমেন্টর সিনিয়র ম্যানেজার (নর্থ উইং) জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজার রাজশাহী শাহ মো. মাহমুদ হাসান, প্রকৌশলী মো. স্বপন হোসেন ও শাহীন আলম।

পাবনা এরিয়া ম্যানেজার আলামিন কবীরের সঞ্চলনায় রাজসভায় বক্তারা কিংব্র্যান্ড সিমেন্টের গুণগত মান নিয়ে আলোচনা করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন কিংব্র্যান্ড  সিমেন্টের পরিবেশক মো. মিরন হোসেন প্রমুখ।

দুপুরে কিংব্র্যান্ড সিমেন্টর উদ্যোগে শতাধিক রাজমিস্ত্রির মেডিক্যাল চেকআপ করানো হয়। সবশেষে র‌্যাফেল ড্র’র মাধ্যমে ১০ জনকে পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।