ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

তেজগাঁওয়ে এনআরবিসি ব্যাংকের পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
তেজগাঁওয়ে এনআরবিসি ব্যাংকের পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা

ঢাকা: এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড সবধরনের আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে রেজিস্ট্রেশন ফি আদায়ের পাশাপাশি শুরু করেছে পূর্ণাঙ্গ ব্যাংকিং কার্যক্রম। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) প্রধান অতিথি হিসেবে এ ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন মহাপরিদর্শক (নিবন্ধন) খান মো. আবদুল মান্নান।  

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা রেজিস্টার দীপক কুমার সরকার।  

অনুষ্ঠানে রিটেইল ব্যাংকিং অ্যান্ড বিজনেস ডেভলপমেন্ট ডিভিশনের প্রধান হাফিজ ইমরোজ মাহমুদ, সাপোর্ট সার্ভিস অ্যান্ড ব্রাঞ্চেস ডিবিশনের প্রধান মোহাম্মদ মোস্তাহাক, এফআই অ্যান্ড এডিসি বিভাগের প্রধান কাজী শাফায়েত কবির, গুলশান শাখার প্রধান এ কে এম রবিউল ইসলাম, তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে স্পেশাল ব্রাঞ্চের ইনচার্জ, সম্মানিত  গ্রাহক, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।  

এনআরবিসি ব্যাংকের উল্লেখযোগ্য সেবার মধ্যে রয়েছে-  রেমিট্যান্স সেবা, নগদ লেনদেন সুবিধা, ফান্ড ট্রান্সফার, ইউটিলিটি বিল (গ্যাস, পানি ও বিদ্যুৎ) গ্রহণ, ডেবিট ও ক্রেডিট কার্ড সেবা, ইন্টারনেট ব্যাংকিং সেবা। এছাড়া এসব সেবা একসঙ্গে পেতে রয়েছে মোবাইল অ্যাপ ‘প্লানেট’।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।