ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পেঁয়াজের বাজারে কাটেনি অস্থিরতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৯
পেঁয়াজের বাজারে কাটেনি অস্থিরতা দেশি পেঁয়াজ

ঢাকা: ‘সরকারের কাছে যথেষ্ট পেঁয়াজ মজুদ আছে, যারা বাজারকে অস্থির করার চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে’, বাণিজ্য সচিবের এমন বক্তব্যের পাশাপাশি মিয়ানমার ও তুরস্ক থেকে আমদানি করা পেঁয়াজ দেশে প্রবেশ করলেও নিত্যপ্রয়োজনীয় এ পণ্যের বাজারে অস্থিরতা কাটেনি। মূলত পেঁয়াজ রপ্তানির উপর ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার পর থেকেই দেশের বাজারে পণ্যটি নিয়ে অস্থিরতা তৈরি হয়।

এ অবস্থায় খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ১২০ টাকা পর্যন্ত উঠে যায়। আর পণ্যটি কিনতে গিয়ে এর ঝাঁজে দিশেহারা হয়ে পড়ছেন সাধারণ ক্রেতারা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) পেঁয়াজের দাম কেজিতে একশর ঘর পার হয়। এর মধ্যে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে মিয়ানমার ও তুরস্কের পেঁয়াজ প্রবেশ করলেও বাজারে এর প্রভাব পড়েনি। মঙ্গলবার (০১ অক্টোবর) সকালে ঢাকার বিভিন্ন পাইকারি বাজারে দেশি পেঁয়াজ ৯২ থেকে ৯৫ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। আর খুচরায় তা বাজারভেদে ১১০ থেকে ১২০ টাকা বিক্রি হচ্ছে।

অন্যদিকে বাজার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত টিসিবির ট্রাক সেলে ৪৫ টাকা কেজি দরে বিক্রি অব্যাহত থাকবে পেঁয়াজ। আমদানিকারকরা বলছেন, দু’একদিনের মধ্যেই বাজারের অস্থিরতা কেটে যাবে। এ সময়ের মধ্যে বাজারে আসবে নতুন আমদানি করা পেঁয়াজ।

রাজধানীর কারওয়ান বাজার ও শ্যামবাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ আকারভেদে পাইকারি বিক্রি হচ্ছে ৯২ থেকে ৯৫ টাকার মধ্যে। তবে ভারতীয় পেঁয়াজ শ্যামবাজারে না থাকলেও কারওয়ান বাজারে পাইকারি ৮৫ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। অন্যদিকে খিলগাঁও, মালিবাগ, শান্তিনগর কাঁচাবাজারে খুচরায় দেশি পেঁয়াজ বিক্রি করতে দেখা গেছে ১১০ থেকে ১২০ টাকা কেজি দরে। এসব বাজারে ১০০ থেকে ১০৫ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে ভারতীয় পেঁয়াজ।

শ্যামবাজার পেঁয়াজ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল মাজেদ বলেন, কয়েক সপ্তাহ ধরে পেঁয়াজের বাজারে অস্থিতিশীল পরিস্থিতি, মূলত সংকটের কারণে এমনটি হয়েছে। আবার ভারতের আমদানি বন্ধ হওয়া আরও একটি কারণ। এ অবস্থার উন্নতি হবে চলতি সপ্তাহর দু’একদিনের মধ্যেই। কারণ মিয়ানমার ও তুরস্ক থেকে আসা পেঁয়াজ এসময়ের মধ্যে বাজারে আসার কথা রয়েছে।  

তবে ৪৫ টাকা কেজি দরে পিঁয়াজ বিক্রি অব্যাহত রেখেছে টিসিবির ট্রাক সেল। সেখানে ক্রেতার দীর্ঘ লাইন ধরে পেঁয়াজ কিনছেন। একজন ক্রেতা ৪৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি পর্যন্ত পেঁয়াজ কিনতে পারছেন।

এ বিষয়ে টিসিবির ডিলার রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় সরকারিভাবে ট্রাক সেলে বিক্রি চলছে। বাজার পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত বিক্রি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯ 
ইএআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।