ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

না’গঞ্জে চার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৯
না’গঞ্জে চার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে চার বেকারি মালিককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তাদের আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আলমগীর, জিল্লুর, সোহাব ও ওমর ফারুক।

সোমবার (৭ অক্টোবর) বিকেলে পশ্চিম তল্লার জিল্লুর বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে তাদের আটকের পর সন্ধ্যায় এ রায় দেন আদালত।

 

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সায়েম বাংলানিউজকে জানান, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিতে বিস্কুট, কেকসহ বিভিন্ন খাবার তৈরি করছিলেন আটকরা। যা খাবারের অনুপোযোগী। মেয়াদোত্তীর্ণ কাঁচামাল, পচা ও ভেজাল উপকরণ দিয়ে খাবার তৈরি করে বাজারজাত করার অভিযোগে ব্যবসায়ী আলমগীর, জিল্লুর, সোহাব ও ওমর ফারুককে ২ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৯
কেএসডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।