ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কমনওয়েলথের সম্মেলনে যোগ দিতে লন্ডনে বাণিজ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
কমনওয়েলথের সম্মেলনে যোগ দিতে লন্ডনে বাণিজ্যমন্ত্রী

ঢাকা: কমনওয়েলথভুক্ত দেশগুলোর বাণিজ্যমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্যের লন্ডনে গিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মঙ্গলবার (৮ অক্টোবর) গভীর রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।  

যুক্তরাজ্যের সেক্রেটারি অব স্টেট ফর ইন্টারন্যাশনাল ট্রেডের আমন্ত্রণে বাণিজ্যমন্ত্রী এ সম্মেলনে যোগদান করেন।

বুধবার (৯ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, ৯ অক্টোবর ও ১০ অক্টোবর  লন্ডনে এ সম্মেলন অনুষ্ঠিতি হবে। কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানো এবং ২০৩০ সালের মধ্যে কমনওয়েলথভুক্ত দেশ গুলোর বাণিজ্য দুই ট্রিলিয়ন ডলারে উন্নীত করার উদ্দেশ নিয়ে এ সম্মেলন আয়োজন করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সম্মেলনের উদ্দেশ সফল করতে গঠিত পাঁচটি ক্লাস্টারের মধ্যে বিজনেস টু বিজনেস কানেকটিভিটি ক্লাস্টারে বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছে। এ ক্লাস্টারের মূল ফোকাস কমনওয়েলথভুক্ত দেশগুলোর বেসরকারি খাতের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ সম্প্রসারণ করা। এর মাধ্যমে কমনওয়েলথভুক্ত দেশগুলোর জনগণের অর্থনৈতিক সমৃদ্ধি, কর্মসংস্থান বাড়ানো ও জীবনমান উন্নয়নে গৃহীত কর্মসূচি বাস্তবায়নের পথ সুগম হবে।

উল্লেখ্য, ২০১৮ সালের এপ্রিল মাসে যুক্তরাজ্যে কমনওয়েলথের শীর্ষনেতাদের সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে কমনওয়েলথ কানেকটিভিটি এজেন্ডা (সিসিএ) গৃহীত হয়। এ এজেন্ডা সফল করতেই কমনওয়েলথভুক্ত দেশগুলোর বাণিজ্যমন্ত্রীদের এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯ 
জিসিজি/এবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।