ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাঙামাটিতে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু বৃহস্পতিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
রাঙামাটিতে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা। ছবি: বাংলানিউজ

রাঙামাটি: রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু হতে যাচ্ছে। 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার।

বুধবার (৯ অক্টোবর) বিকেলে রাঙামাটি চেম্বার অব কমার্স ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান চেম্বারের নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি বেলায়েত হোসেন ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি হাজী মুহাম্মদ শাহ আলম, চেম্বারের পরিচালক উসাই মং মারমা, নিজাম উদ্দীন এবং মামুনুর রশীদ মামুন।

এ সময় নেতারা মেলার সার্বিক উন্নয়ন এবং রাঙামাটিকে একটি সমৃদ্ধিশালী পর্যটন নগর হিসেবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।