ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গভর্নরের সঙ্গে পিপলস লিজিংয়ের আমানতকারীদের সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
গভর্নরের সঙ্গে পিপলস লিজিংয়ের আমানতকারীদের সাক্ষাৎ

ঢাকা: বেসরকারি খাতের আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিংয়ের আমানতকারীরা অর্থাভাবে মানবেতর জীবনযাপন করছেন। এমনটি জানিয়েছেন সামিয়া বিনতে মাহবুব নামে একজন আমানতকারী। 

সোমবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবিরের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।  

সামিয়া বিনতে মাহবুব সদ্য অবসায়ন করা পিপলস লিজিংয়ের একজন আমানতকারী।

দ্রুত টাকা ফেরত পেতে আমানতকারীদের পক্ষে সামিয়াসহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল গর্ভনরের সঙ্গে বৈঠক করেন।  

সামিয়া বিনতে মাহবুব বলেন, পিপলস লিজিংয়ের আমানতকারীদের অধিকাংশেরই জীবন যাপন নির্ভরশীল আমানতের সুদের টাকার ওপর। প্রতিষ্ঠানটি অবসায়ন করার পর থেকে আমানতকারীরা মানবেতর জীবনযাপন করছেন।  

‘আমানতকারীরা সুদের টাকা দিয়ে চিকিৎসা করান, সংসার চালান, থেরাপি নেন, কিডনি ডায়ালাইসিস করান। প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে আমানতকারীদের সব কিছু বন্ধ হয়ে গেছে। ’

সামিয়া বিনতে মাহবুব বলেন, আমরা ডিসেম্বরের মধ্যে টাকা ফেরত পেতে গর্ভনরকে অনুরোধ জানিয়েছি।    

আনোয়ারুল হক নামে আরেক আমানতকারী বলেন, গর্ভনর আমাদের আশ্বস্ত করেছেন, টাকা ফেরত দেবেন। তবে একটু সময় লাগবে।  

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক, মহাব্যবস্থাপকগণ এবং আমানতকারী কামাল হোসেন।  

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯
এসই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।