ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফেনী সদর হাসপাতাল মোড়ে ইসলামী ব্যাংকের বুথ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
ফেনী সদর হাসপাতাল মোড়ে ইসলামী ব্যাংকের বুথ উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া।

ঢাকা: ফেনী সদর হাসপাতাল মোড় এলাকার বেলাল টাওয়ারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যাংকিং বুথ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) ইসলামী ব্যাংক থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ফেনী সদর হাসপাতাল মোড়ে ব্যাংকের বুথ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহমদ চৌধুরী।

 

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলম ও ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা।
 
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও নোয়াখালী জোনপ্রধান মাহমুদুর রহমান, ফেনী কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ আবদুল বারিক, ফেনী রেলওয়ে স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মনসুরুল হক, ফেনী উত্তরা হাসপাতালের চেয়ারম্যান মশিউর রহমান ভূঁইয়া ও ব্যাংকের কলেজ রোড শাখা প্রধান মনছুরুল আলম।
 
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
এসই/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।