ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডিএমপি কমিশনার-ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
ডিএমপি কমিশনার-ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ

ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় ই-ট্রাফিক প্রসিকিউশনের সেবার ক্ষেত্রে ইউসিবি’র মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস ইউক্যাশের কার্যক্রমকে আরও গতিশীল করতে বেশকিছু পরামর্শ দেন ডিএমপি কমিশনার।

সেসময় ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালকও অঙ্গীকার করেন যে, ডিএমপি’র ডিজিটাল সেবার পরিসর বাড়াতে ইউসিবি প্রতিনিয়ত বিভিন্ন উদ্ভাবনী সেবা ও কর্মপন্থা নিয়ে এগিয়ে আসবে।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন- ইউসিবি’র এসইভিপি ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস বিভাগের প্রধান এটিএম তাহমিদুজ্জামানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।