ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংক ঢাকা নর্থ জোনের আরডিএস গ্রাহক সমাবেশ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
ইসলামী ব্যাংক ঢাকা নর্থ জোনের আরডিএস গ্রাহক সমাবেশ

ঢাকা: ইসলামী ব্যাংক লিমিটেড ঢাকা নর্থ জোনের উদ্যোগে আরডিএস গ্রাহক সমাবেশ ও মেলা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি ব্যাংকের সাভার শাখা প্রাঙ্গণে এ সমাবেশ ও মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আব্দুল জব্বার।

এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা নর্থ জোনপ্রধান মো. আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্লাহ ও উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা মোহা. শহীদুল্লাহ কায়সার। স্বাগত বক্তব্য রাখেন সাভার শাখাপ্রধান আবুল লাইছ মোহাম্মদ খালেদ। আরডিএস গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন- শবনম বেগম, রোকসানা বেগম ও শিউলি বেগম।  

এসময় ব্যাংকের প্রধান কার্যালয়, জোন ও শাখার নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে ব্যাংকের সাভার, আমিনবাজার, হেমায়েতপুর, ঢাকা ইপিজেড, কালামপুর ও জিরানীবাজার শাখার আরডিএস গ্রাহকরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।