ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সম্মাননা পেলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
সম্মাননা পেলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সম্মাননা পেয়েছে ইউসিবি।

ঢাকা: ‘এক্সসিলেন্স ইন প্রোডাক্ট ইনোভেশন ২০১৮-২০১৯’ সম্মাননা লাভ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)। সম্মাননাটি দিয়েছে ভিসা ইন্টারন্যাশনাল লিমিটেড।

রোববার (২০ অক্টোবর) ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এক্সসিলেন্স ইন প্রোডাক্ট ইনোভেশন ২০১৮-২০১৯’ সম্মাননা লাভ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)।

‘ভিসা: রিইমাজিন ডিজিটাল পেমেন্ট’ নামক সম্মাননা অনুষ্ঠানে ইউসিবির ইভিপি ও হেড অফ রিটেল বিজনেস তৌফিক হাসান এবং এফভিপি ও হেড অফ কার্ডস বিজনেস নেহাল এ হুদার হাতে সম্মাননা তুলে দেন ভিসা ইন্টারন্যাশনাল লিমিটেডের ইন্ডিয়া ও সাউথ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার টি আর রামাচান্দ্রান।

প্রথম বাংলাদেশি ব্যাংক হিসেবে কনটাক্টলেস পেমেন্ট প্রবর্তনে সাফল্যের কারণে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এ সম্মাননা লাভ করে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।