ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বরিশালে ফোটনের শো-রুম উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
বরিশালে ফোটনের শো-রুম উদ্বোধন বরিশালে ফোটনের শো-রুম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন এসিআই মটরসের সেলস ডিরেক্টর আজম আলি।

ঢাকা: বরিশালের সিঅ্যান্ডবি রোডে ফোটনের শো-রুম উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) এসিআই মটরস থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বরিশাল সদরে সিঅ্যান্ডবি রোডে মেসার্স রাতুল অটো এসিআই মটরসের ফোটন বাণিজ্যিক গাড়ির একমাত্র পরিবেশক হয়ে যাত্রা শুরু করেছে।

 

এ শো-রুমে সেলস, সার্ভিস এবং যন্ত্রাংশের সুবিধা পাওয়া যাবে। ফোটনের ১ থেকে ৩.৫ টনের  পিক-আপসহ অন্যান্য সব ভারী যান এ শো-রুমে পাওয়া যাবে।  

শো-রুম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন এসিআই মটরসের সেলস ডিরেক্টর আজম আলি, এসি ট্রাফিক ফায়জুর রহমান, ডিলার আব্দুস সালাম, এসিআই মটরসের অন্য কর্মকর্তারা এবং গ্রাহক ও শুভানুধ্যায়ী।

ফোটন বিশ্বের সর্বাধিক বিক্রিত বাণিজ্যিক গাড়ির ব্র্যান্ড, এ পর্যন্ত বিশ্ব বাজারে ফোটন ৯০ লাখের অধিক বিভিন্ন মডেলের বাণিজ্যিক গাড়ি বিক্রি করেছে। বাংলাদেশে ফোটনের সব প্রকার বাণিজ্যিক গাড়ির একমাত্র পরিবেশক এসিআই মটরস।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।