ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বরিশালে বসুন্ধরা সি‌মে‌ন্টের উদ্যোগে কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
বরিশালে বসুন্ধরা সি‌মে‌ন্টের উদ্যোগে কর্মশালা

বরিশাল: ব‌রিশা‌লে বসুন্ধরা সিমে‌ন্টের উদ্যোগে স্থাপনা নির্মা‌ণে স‌চেতনতা বাড়া‌তে ‘আমার বা‌ড়ি, আমার নিরাপত্তা’ শীর্ষক কর্মশালা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (২৪ অ‌ক্টোবর) সন্ধ্যায় নগ‌রের হো‌টেল গ্রান্ডপা‌র্কে অনু‌ষ্ঠিত এ কর্মশালায় ৫০ জন স্থানীয় বা‌ড়িওয়ালা অংশ নেন।

কর্মশালায় স্থাপনা নির্মাণ কৌশল, স্থাপনায় তথা বসতবা‌ড়ি‌তে অ‌গ্নি‌নির্বাপণ, ভূ‌মিকম্প প্র‌তি‌রোধী ব্যবস্থা ও ভূ‌মিকম্প পরবর্তী করণীয় পদ‌ক্ষেপ সম্প‌র্কে আ‌লোকপাত করা হয়।

অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন- আব্দুল্লাহ অ্যাসো‌সি‌য়েটস’র প্র‌কৌশলী মো. আবু সা‌লেহ, ব‌রিশাল ফায়ার সা‌র্ভিস ও সি‌ভিল ডি‌ফেন্সের উপ সহকারী প‌রিচালক মো. ফারুক হো‌সেন সিকদার, ইন্সট্রাক্টর মো. আবু ইউসুফ পান্নাসহ স্থানীয় সুপ‌রি‌চিত স্থপ‌তি এবং প্র‌কৌশলীরা।

এছাড়া আরও উপ‌স্থিত ছি‌লেন- বসুন্ধরা সি‌মে‌ন্টের সাউথ উইংয়ের এ‌জিএম জিয়ারুল ইসলাম, বসুন্ধরা সি‌মে‌ন্টের ব‌রিশাল বিভা‌গের ডেপু‌টি ম্যা‌নেজার (সেলস) সঞ্জয় কুমার সরকার, ব‌রিশাল এ‌রিয়ার সহকারী ম্যা‌নেজার (সেলস) মো. জিয়াউর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

এসময় বক্তারা ব‌লেন, ধারাবা‌হিক গুণগত মা‌নের জন্য বর্তমা‌নে দে‌শের সব‌চে‌য়ে আইক‌নিক প্রকল্পগুলোতে ব্যবহৃত হ‌চ্ছে বসুন্ধরা সি‌মেন্ট। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- পদ্মাসেতু নির্মাণ প্রকল্প, পদ্মাসেতু নদী শাসন প্রকল্প, পদ্মাসেতুর অ্যা‌প্রোচ রোড, মে‌ট্রোরেল প্রকল্প, ফাস্ট ঢাকা এ‌লি‌ভে‌টেড এক্স‌প্রেসও‌য়ে প্রকল্প, কালনা সেতু প্রকল্প, সা‌সেক রোড প্রকল্প, ভুলতা ফ্লাইওভার প্রকল্প, কালশী ফ্লাইওভার প্রকল্প, রূপনা রেল সেতু প্রকল্প, রামপাল বিদ্যুৎ প্রক‌ল্প ইত্যাদি।

কর্মশালায় বসুন্ধরা সি‌মে‌ন্টের প‌ক্ষে বা‌ড়ি নির্মাণ সংক্রান্ত বি‌ভিন্ন বিষয় উপস্থাপন ক‌রেন প্র‌কৌশলী সালাহ উ‌দ্দিন আহ‌মেদ।

অন্য‌দি‌কে কর্মশালায় নিরাপদ ভবন নির্মাণের লক্ষ্যে করণীয় বি‌ভিন্ন বিষ‌য়ে আলোকপাত ক‌রেন প্র‌কৌশলী মো. আবু সা‌লেহ।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
এমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।