ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে মানবিক হতে হবে: আতিউর রহমান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে মানবিক হতে হবে: আতিউর রহমান

ঢাকা: জনসংযোগ, মিডিয়া ব্যবস্থাপনা ও ব্র্যান্ড কমিউনিকেশন্স কৌশল এবং দক্ষতা বাড়ানোর জন্য রাজধানীতে প্রথমবারের মতো শুরু হয়েছে ‘পিআর অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন্স সামিট-২০১৯’।

শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ ( কেআইবি) মিলনায়তনে দিনব্যাপী এ সামিটের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি।

প্রধান অতিথির বক্তব্য ড. আতিউর রহমান বলেন, ডিজিটাল টেকনোলজি আমাদের দারুণ উপকার করেছে। ডিজিটাল টেকনোলজির মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে। টেকনোলজির মাধ্যমে ডাটাবেজ তৈরি করে মানুষ এখন নানান তথ্য জানতে পারছেন।

তিনি আরও বলেন, প্রত্যেক বিজনেসের একটি পাবলিক ব্র্যান্ড আছে। ব্র্যান্ডটি মানুষের মাথায় ঢুকিয়ে দিতে হবে, আর এ জন্য কাজ করছে ব্র্যান্ড অ্যাম্বাসেডররা।

আতিউর বলেন, ব্র্যান্ড অ্যাম্বাসেডকে সব সময় মানবিক হতে হবে। যারা গরিব, অবহেলিত ও মূল্যবোধের কথা বলে তারাই ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তারা সমাজকে পরিবর্তনের কাজ করছে। মানুষের মধ্যে তারা ভরসার জায়গা তৈরি করছে বলেও তিনি জানান।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, স্টক মার্কেট ভালো করতে হলে লং ট্রাম বিনিয়োগে যেতে হবে। তিনি বলেন, এটি প্রতিদিনের মার্কেট না দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা লাভবান হবেন বলে তিনি মনে করেন।

আয়োজক র’দিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ রবিউস সামস জানান, প্রতি বছর সামিটটি অনুষ্ঠিত হবে। এটি মিড-লেভেল এবং তরুণ পেশাজীবী, উদ্যোক্তা, ফ্রেশার এবং পিআর ও ডিজিটাল মার্কেটিংয়ে আগ্রহীদের জন্য আদর্শ সুযোগ। সামিটটিতে অংশগ্রহণকারীরা ক্রিয়েটিভ কমিউনিকেটর, ডোমেন এক্সপার্ট এবং রিয়েল-লাইফ এডুকেটরদের কাছ থেকে একটি ইন্টারেক্টিভ পরিবেশ ও অভিজ্ঞতা শেয়ার করার প্ল্যাটফর্ম পায়। যেখানে সেশনগুলো গণযোগাযোগ, বিজ্ঞাপন এবং ব্র্যান্ডিং ইকোসিস্টেমের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করে। একইসঙ্গে রয়েছে- দেশের শীর্ষস্থানীয় করপোরেট ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বড় নেটওয়ার্কিংয়ের সুযোগ। ২০ থেকে ৪০ বছর বয়সী ২০০ জন আগ্রহীরা দিনব্যাপী সম্মেলনটিতে অংশগ্রহণ করেন।

সামিটের নলেজ পার্টনার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং ফটোগ্রাফি পার্টনার বক্স অফিস বিডি।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।