ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিবিএস বাস্তবায়ন করেছে আইপিডিসি ফাইন্যান্স

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
সিবিএস বাস্তবায়ন করেছে আইপিডিসি ফাইন্যান্স সিবিএস বাস্তবায়নের ঘোষণা দেন আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মমিনুল ইসলাম/ছবি- ডি এইচ বাদল

ঢাকা: প্রথমবারের মত বেসরকারি খাতের নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স কোর ব্যাংকিং সফটওয়্যার (সিবিএস) বাস্তবায়ন করেছে। দীর্ঘ আট মাসের কার্যক্রম শেষে সিবিএস বাস্তবায়নের ঘোষণা দেয় আইপিডিসি।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের সম্মেলন কক্ষে সিবিএস বাস্তবায়নের ঘোষণা দেন আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মমিনুল ইসলাম।

এসময় তিনি বলেন, আমাদের লক্ষ্য অনেক বড়।

বর্তমানে যেসব গ্রাহক আছেন, তাদের সেবা দেওয়া হবে। এছাড়াও যেসব পরিবার, ব্যবসা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান থেকে সেবা পাচ্ছে না, তাদের কীভাবে আরও সহজে কম খরচে সেবা দিতে পারি, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারি, সেটিই আইপিডিসির মূল  এবং বড় লক্ষ্য। এই সফটওয়্যার বাস্তবায়ন আমাদের জন্য অনেক বড় মাইলস্টোন। দেশের প্রথম ব্লক চেইনভিত্তিক ডিজিটাল প্লাটফর্ম বাস্তবায়ন করেছি আমরা।  

মমিনুল ইসলাম বলেন, একের পর এক নতুন প্রযুক্তি নিয়ে আসার কারণ হচ্ছে ছোটখাট ব্যবসায়ী ও নিন্মআয়ের মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার অভিনব উদ্যোগ। এতে মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছি। আমাদের প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি মানুষের জীবনে উচ্ছ্বাস এনে দেবে। সে কারণে আমাদের প্রযুক্তি নির্ভর এই যাত্রা শুরু হয়েছে। ভবিষ্যতে আমরা আরও নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসবো।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্বের দ্রুত পরিবর্তনশীল আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিজনেস অটোমেশনের গুরুত্ব বিবেচনা করে নিজস্ব অর্গানাইজেশনাল ট্রান্সফরমেশনের অংশ হিসাবে টেমেনোস২৪ কোর ব্যাংকিং সফটওয়্যার (সিবিএস) আর-১৮ ভার্সন বাস্তবায়ন করা হয়েছে। টেমেনোস২৪ হচ্ছে বিশ্বের অন্যতম সফটওয়্যার প্রতিষ্ঠান। বাংলাদেশের বেশ কয়েকটি ব্যাংক এই সফটওয়্যার ব্যবহার করছে। সফটওয়্যারটি বাস্তবায়নে আইপিডিসির ১৬ কোটি টাকার কিছু কম অর্থ ব্যয় হয়েছে।

আরও বলা হয়, দেশের অধিকাংশ প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার জন্য একাধিক শক্তিশালী ব্যবস্থা রয়েছে। শক্তিশালী কোর ব্যাংকিং সিস্টেম না থাকলে আর্থিক প্রতিষ্ঠানের সিস্টেম পরিচালনা করা চ্যালেঞ্জিং হয়ে ওঠে। সিবিএস বাস্তবায়নে আইপিডিসির সহযোগী ছিল বাংলাদেশ-ইন্দোনেশিয়ার যৌথ প্রতিষ্ঠান ফরট্রেস ডাটা সার্ভিস বাংলাদেশ লিমিটেড।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইপিডিসির চিফ টেকনোলজি অফিসার আলেয়া ইকবাল, ফরট্রেস ডাটা সার্ভিস বাংলাদেশ লিমিটেডের রায়হান উদ্দিন সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।