ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘প্রকল্পে থোক বরাদ্দ বলতে কিছু থাকবে না’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
‘প্রকল্পে থোক বরাদ্দ বলতে কিছু থাকবে না’ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

ঢাকা: আপ্যায়ন, ভ্রমণসহ বিভিন্ন খাতে প্রকল্পের আওতায় থোক বরাদ্দ রাখা হয়। তবে পরে এ টাকা যথাযথভাবে অনেকাংশ ব্যবহার করা হয় না। তাই আগামীতে প্রকল্পের আওতায় থোক বরাদ্দ রাখা হবে না বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। 
 

মঙ্গলবার (২৯ অক্টোবর) শেরে-বাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে  একনেক সভা অনুষ্ঠিত হয়। সভায় ১১ হাজার ৪৬৭ কোটি টাকা ব্যয়ে ১০ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

এর মধ্যে রয়েছে ‘জনশুমারি ও গৃহগণনা ২০২১’ প্রকল্প।

‘জনশুমারি ও গৃহগণনা ২০২১’ প্রকল্প প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রকল্পে আপ্যায়ন-ভ্রমণসহ বিভিন্ন খাতে থোক বরাদ্দ রাখা হবে না। প্রকল্প অনুমোদনের সময় আরো সতর্ক হতে হবে। আমরা দেখেশুনে প্রকল্প অনুমোদন দেবো। প্রকল্প আমাদের হাতে আসার পরই ব্যস্ত হয়ে পড়েন সংশ্লিষ্টরা। তারা বলেন আমরা উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছি। প্রকল্প অনুমোদনের সময় প্রতিটি বিষয় আরো গভীরভাবে পর্যবেক্ষণ করবো। ’
 
সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী আরো বলেন, আপনারা প্রকল্পের বিষয়ে সঠিক তথ্য দেন। কোথাও অপচয় হলে আমাকে জানান। প্রকল্পের অপচয় কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। প্রমাণসহ অনিয়মের তথ্য আমাকে দিন, কাউকে ছাড় দেওয়া হবে না। ’

জনশুমারি প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, ২ থেকে ৮ অক্টোবর জনশুমারি শুরু হবে। আপনারা সবাই এই কাজে অংশ নেবেন। জনশুমারিতে প্রবাসী ও বিদেশিদের তথ্য নেওয়া হবে।

পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগ সদস্য (সচিব) সাহিন আহমেদ চৌধুরী, পরিকল্পনা বিভাগ সচিব নূরুল আমিনসহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
এমআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।