ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ওয়ান ব্যাংক-শাইরা গার্ডেন হোটেলের মধ্যে চুক্তি সই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
ওয়ান ব্যাংক-শাইরা গার্ডেন হোটেলের মধ্যে চুক্তি সই

ঢাকা: ওয়ান ব্যাংক লিমিটেড ও শাইরা গার্ডেন হোটেল অ্যান্ড রিসোর্টের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

সম্প্রতি ওয়ান ব্যাংক লিমিটেডের হেড অব রিটেইল ব্যাংকিং মো. কামরুজ্জামান এবং শাইরা গার্ডেন হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।  

চুক্তি অনুসারে, শাইরা গার্ডেন হোটেল অ্যান্ড রিসোর্টে ওয়ান ব্যাংক লিমিটেডের ডেবিট, প্রি-পেইড ও ক্রেডিট কার্ড হোল্ডাররা রুম ট্যারিফের ওপর ৪০ শতাংশ এবং খাদ্যপণ্যের ওপর ১০ শতাংশ ডিসকাউন্টসহ আকর্ষণীয় সুযোগ-সুবিধা পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।