ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিআইবিএম’র নতুন মহাপরিচালক ড. আখতারুজ্জামান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
বিআইবিএম’র নতুন মহাপরিচালক ড. আখতারুজ্জামান

ঢাকা: বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক হিসাবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (গবেষণা) ড. মো. আখতারুজ্জামানকে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
 

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিআইবিএম সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এর আগে আখতারুজ্জামান বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে ২০১০ সাল থেকে কর্মরত ছিলেন। এ সময় তিনি বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি প্রণয়ন এবং গবেষণা সংশ্লিষ্ট কাজের নেতৃত্ব দেন।


 
বাংলাদেশ ব্যাংকে কর্মরত অবস্থায় তিনি মুদ্রানীতি প্রণয়ন কমিটি, ফরেক্স রিজার্ভ ম্যানেজমেন্টের ইনভেস্টমেন্ট কমিটি, পিআরএসপি-২-এর মূল্যায়ন কমিটি, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার প্যানেক অর্থনীতিবিদ এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) পরিচালনা পরিষদসহ বিভিন্ন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
 
বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৯
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।