ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিটি ব্যাংক ও ঢালি’স আম্বার নিবাসের মধ্যে চুক্তি সই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
সিটি ব্যাংক ও ঢালি’স আম্বার নিবাসের মধ্যে চুক্তি সই

ঢাকা: সিটি ব্যাংক ও ঢালি’স আম্বার নিবাসের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) ব্যাংক থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সিটি ব্যাংক ও ঢালি’স আম্বার নিবাসের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

এর মুখ্য উদ্দেশ্য হলো এমপ্লয়মেন্ট ব্যাংকিং সুবিধার ক্ষেত্র তৈরি করা। মুন্সিগঞ্জে ঢালি’স আম্বার নিবাসে এই চুক্তি সই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আম্বার নিবাসের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম ঢালি এবং সিটি ব্যাংকের হেড অফ রিটেইল বিজনেস মো. অরূপ হায়দার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মো. মাহবুবুর রহমান, চিফ ইকোনমিস্ট ও কান্ট্রি বিজনেস ম্যানেজার মো. আশানুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।