ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্রাদার্স ফার্নিচারে বিকাশে পেমেন্ট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
ব্রাদার্স ফার্নিচারে বিকাশে পেমেন্ট চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

ঢাকা: এখন থেকে ব্রাদার্স ফার্নিচারের সব আউটলেটে ক্রেতারা বিকাশে পেমেন্ট করতে পারছেন।

বুধবার (৩০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানায়, প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন বিকাশের চিফ কর্মাশিয়াল অফিসার মিজানুর রশীদ এবং ব্রাদার্স ফার্নিচারের ডিরেক্টর শরীফুজ্জামান সরকার।

এ সময় বিকাশের হেড অব এম-কর্মাস পেমেন্ট মোহাম্মদ ইরফানুল হক, ম্যানেজার সিরাজুল মাওলা, ম্যানেজার আহসানুল কবীর এবং ব্রাদার্স ফার্নিচারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মনিরুল ইসলাম বকশী ও ডেপুটি ম্যানেজার রাশেদুল আহসান রুবেল উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।