ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সাকিব না থাকায় দেশ অনেক ক্ষতিগ্রস্ত হবে: অর্থমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
সাকিব না থাকায় দেশ অনেক ক্ষতিগ্রস্ত হবে: অর্থমন্ত্রী

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট দল সাকিবকে এক বছর পাবে না, এটা দুঃখজনক। এর ফলে দেশ অনেক ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, সাকিবের ঘটনাটা অত্যন্ত দুঃখজনক। সাকিবের জীবনে যেমন ঝড় বয়ে যাচ্ছে, একইসঙ্গে আমাদের দেশেরও কিছুটা মর্যাদাহানী হবে।

বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ১৯তম অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, সাকিব ভালো কাজ করেছে, সে তার সততার পরিচয় দিয়েছে। সে সত্যি বলেছে। তবে সে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বা প্রধানমন্ত্রীকে বিষয়টি বলতে পারতো। যদিও আইসিসিকে এ বিষয়ে অনুরোধ করলে কতটা লাভ হতো জানি না।

তিনি বলেন, আইসিসি ডিসিপ্লিনের বিষয়ে কঠোর। ক্রিকেটে ম্যাচ ফিক্সিং আইসিসি পছন্দ করে না, করবেও না। এই খেলা এখনো গৌরবময়, মানুষের মনের কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছে। কিন্তু এখানে আইসিসি কাউকে ছাড় দেয় না, ছাড় দেওয়ার উদাহরণও নেই।

মুস্তফা কামাল বলেন, সাকিব এটা সরলতা ভেবে করেছে। কিন্তু আইসিসির আইনটি সাকিবের ভালোভাবে জানা ছিল, তারপরও সাকিব কেন এমন করলো। একটি দল যখন বাইরে যায় তখন তাদেরকে একটি কোর্স করানো হয়। সেখানে খেলোয়াড়রা কী করবে আর করবে না সে বিষয়ে ভালোভাবে জ্ঞান দেওয়া হয়। সাকিবের সার্ভিস এক বছর পাবো না, এতে দেশ ক্ষতিগ্রস্ত হবে। এটা দেশের জন্য অত্যন্ত দুঃখজনক।

সাকিবের শাস্তি কমানোর সুযোগ আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আইসিসি কোনোদিন শাস্তি কমায়নি। তাই এখানেও সুযোগ নেই। তবে সাকিব যদি ভালোভাবে আইসিসিকে সহযোগিতা করে তাহলে দ্বিতীয় বছর থেকে খেলতে পারবে।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৯
জিসিজি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।