ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন স্বপন কুমার রায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন স্বপন কুমার রায় স্বপন কুমার রায়

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির মহাব্যবস্থাপক স্বপন কুমার রায়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ ব্যাংকের এক অফিস নির্দেশে তাকে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি দিয়ে বগুড়া অফিসে বহাল করা হয়েছে।

স্বপন মানিকগঞ্জ জেলার ঘিওর থানার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। স্বপন কুমার রায় ১৯৮৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। তিনি বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি, কৃষিঋণ বিভাগ, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্ট, ফরেন একচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট, ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট, সচিব বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি ফ্রান্স, চীন, জাপান, অস্ট্রিয়া, ব্রাজিল, মিশর, শ্রীলংকা, মালেয়শিয়াসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।