ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ক্লিক-ব্লেইজের পরিবেশক সম্মেলন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৯
ক্লিক-ব্লেইজের পরিবেশক সম্মেলন

ঢাকা: দেশের সর্ববৃহৎ প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আরএফএল গ্রুপের ইলেকট্রিক্যাল পণ্যের জনপ্রিয় ব্র্যান্ড ’ক্লিক’ ও ‘ব্লেইজ’ এর বিভিন্ন পণ্য পরিবেশনের সঙ্গে সংশ্লিষ্ট পরিবেশকদের নিয়ে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সারাদেশ থেকে ক্লিক ও ব্লেইজের বিভিন্ন পণ্য পরিবেশনের যুক্ত প্রায় ১২’শ পরিবেশক অংশ নেন।

রোববার (৩ নভেম্বর) প্রতিষ্ঠানটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।   

সম্মেলনে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল, আরএফএল ইলেকট্রিক্যাল পণ্যের হেড অব বিজনেস (লাইট ও সার্কিট ব্রেকার) মীর হাসান সারওয়ার কবির, হেড অব বিজনেস (ফ্যান ও সুইচ) রাশেদুজ্জামান, হেড অব মার্কেটিং ফাহিম হোসেন এবং হেড অব সেলস রেজাউল হাসানসহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।