ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আগাখান আর্কিটেকচার অ্যাওয়ার্ড পেলেন সাইফ উল হক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৯
আগাখান আর্কিটেকচার অ্যাওয়ার্ড পেলেন সাইফ উল হক আগাখান আর্কিটেকচার অ্যাওয়ার্ড অনুষ্ঠান

ঢাকা: ২০১৯ সালের আগাখান আর্কিটেকচার অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি নাগরিক সাইফ উল হক। আর্কেডিয়া এডুকেশন প্রজেক্টের আওতায় একটি বিদ্যালয় ডিজাইনের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন। 

রোববার (৩ নভেম্বর) আগা খান ডেভেলপমেন্ট থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, আগা খান অ্যাওয়ার্ড লাভের জন্য ঢাকায় আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (একেডিএন), আগা খান ন্যাশনাল কাউন্সিল ও আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার যৌথভাবে এক সংবর্ধনার আয়োজন করে।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইসমাইলিয়া জামাত খানা অ্যান্ড সেন্টারে শনিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক ঢাকার আবাসিক প্রতিনিধি মুনির এম মেরাইলি, আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচারের পরিচালক ফারুক দেরাখাসনি, আগা খান ন্যাশনাল কাউন্সিলের সুলাইমনা আজনি, পুরস্কার বিজয়ী সাইফ উল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

চার দশক আগে লন্ডন প্রবাসী রাজিয়া আলম বাংলাদেশে ফিরে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। সেই বিদ্যালয়ের ডিজাইন করেন সাইফ উল হক। আর্কেডিয়া এডুকেশন প্রজেক্টের আওতায় এ বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। বিদ্যালয়টি ডিজাইনের জন্য এ পুরস্কার লাভ করেছেন সাইফ উল হক।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।