ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কম্বল দিল ওয়ান ব্যাংক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৯
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কম্বল দিল ওয়ান ব্যাংক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যরা।

ঢাকা: দেশের শীতার্ত ও দুস্থদের সাহায্যার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে কম্বল দিয়েছে বেসরকারিখাতের ওয়ান ব্যাংক লিমিটেড।

সোমবার (৪ নভেম্বর) ব্যাংক থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ নভেম্বর (শনিবার) ওয়ান ব্যাংকের পক্ষ থেকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কম্বল দেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান অশোক দাশ গুপ্ত ও পরিচালক কাজী রুকুনউদ্দীন আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন বি এ বি সভাপতি নজরুল ইসলাম মজুমদারসহ বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যানরা।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।