ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইইউবিএটির শিক্ষার্থীদের সিক্স সিজন হোটেল পরিদর্শন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৯
আইইউবিএটির শিক্ষার্থীদের সিক্স সিজন হোটেল পরিদর্শন

ঢাকা: সিক্স সিজন হোটেল পরিদর্শন করেছেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) কলেজ অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা।

সোমবার (০৪ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঢাকার গুলশান-২ এর সিক্স সিজন হোটেল পরিদর্শন করেছেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) কলেজ অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা।

বিভাগের সহকারী অধ্যাপক মো. ইউসুফ হোসেন খানের সহযোগিতায় ৪০ শিক্ষার্থী এতে অংশ নেন। শিক্ষার্থীরা হোটেলের ইএএম মো. আল-আমিন ও একাধিক বিভাগের ম্যানেজারদের সঙ্গে বৈঠক করেন।  এসময় একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

আলোচনার শেষে শিক্ষার্থীরা একটি হাই-টি সেশনে অংশ নেন, পাশাপাশি পুরো হোটেল ঘুরে দেখেন।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।