ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৯
আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ আশুগঞ্জ সার কারখানা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় অ্যামোনিয়া প্লান্টে ত্রুটি থাকায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর থেকে  কারখানার ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়।  কারখানা বন্ধ থাকার কারণে প্রতিদিন প্রায় ১২শ মেট্রিক টন ইউরিয়া সার (কোটি টাকা মূল্যের) উৎপাদন ব্যাহত হবে।



আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (কারিগরি) ড. মোফাজ্জল হোসেন বাংলানিউজকে জানান, কারখানাটি অনেক পুরোনে হয়েছে। যার কারণে কারখানাটিতে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। আজকে হঠাৎ করে অ্যামোনিয়া প্লান্টে কিছু ত্রুটি ধরা পড়লে  ইউরিয়া সার উৎপাদন বন্ধ করা হয়। তবে কারখানাটির অ্যামোনিয়া প্লান্টের ত্রুটি মেরামত ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। কাজ শেষ করতে  দুই থেকে তিনদিন সময় লাগতে পারে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।